খাদ্যশস্য বোঝাই ১৬ জাহাজ ওডেসা বন্দর ছাড়তে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর জানিয়েছে, যে কোনো সময় এই জাহাজগুলো বন্দর ত্যাগ করবে। ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন সময় এই খবর এলো যখন ইউক্রেনে রুশ অধিকৃত দোনেতস্কের একটি কারাগারে রকেট হামলায় ৫০ জনের বেশি যুদ্ধবন্দি নিহত হয়েছেন। এই হামলার জন্য রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে। জাতিসংঘ এবং রেড ক্রিসেন্টকে তদন্ত করার আহ্বান জানিয়েছে ইউক্রেন।
গত ২২ জুলাই জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি নিয়ে একটা চুক্তি করে। সেই চুক্তির আওতায় খাদ্যশস্য রপ্তানির কাজ শুরু হয়। যদিও চুক্তির পরও দুই বার ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
হামলার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করেছে। তবে রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে হামলা সত্ত্বেও ইউক্রেন জাহাজে খাদ্যশস্য তোলার কার্যক্রম অব্যাহত রাখে। শনিবার পর্যন্ত ১৬টি জাহাজ খাদ্যশস্য দিয়ে পূর্ণ করা হয়। এর আগে গত শুক্রবার জেলেনস্কি বন্দরে খাদ্যশস্য রপ্তানির কার্যক্রমও পরিদর্শন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল