শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, দেশে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে হতে যাওয়া চুক্তি এক মাস পিছিয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে ওই চুক্তি হতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে আজ রবিরার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আইএমএফের সঙ্গে চুক্তি করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু চুক্তি করলে অনেক শর্ত মানতে হবে শ্রীলঙ্কাকে। যদিও দেশটির সামনে আর কোনো পথ খোলা নেই।
রিজার্ভ সঙ্কটের কারণে জ্বালানি, ওষুধ, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। তারা ঋণ পরিশোধেও ব্যর্থ। এ অবস্থায় দ্রুত আইএমএফের সাথে চুক্তি করতে চায় শ্রীলঙ্কা।
আগামী আগস্টের শুরুতে এই চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন রণিল বিক্রমাসিংহে। কিন্তু তা একমাস পিছিয়ে গেছে।