মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা একটি কারাগারে ইউক্রেনীয় বন্দীদের মৃত্যুর তদন্তের জন্য জাতিসংঘ এবং রেড ক্রসের বিশেষজ্ঞদের আহ্বান করেছে রাশিয়া। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এই সপ্তাহের শুরুতে ওই হামলার ঘটনা ঘটে। একটি বিবৃতিতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা চায়, হামলা বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক। সে লক্ষ্যেই তারা কাজ করছে।
বিচ্ছিন্নতাবাদীরা কারাগারে হামলার ঘটনায় মোট মৃতের সংখ্যা ৫৩ বলে জানিয়েছে। তাদের দাবি, রকেট দিয়ে কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেন।
তবে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, এ হামলা চালিয়েছে রাশিয়া। কারাগারে বন্দিদের সাথে দুর্ব্যবহারের বিষয়টি আড়াল করতে এ হামলা চালানো হয়েছে।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা