ইসরায়েলের দখলদারিত্ব রুখতে দেশটিকে আরও শক্তভাবে বয়কটের ডাক দিয়েছেন আরব লীগের সহকারি মহাসচিব সাঈদ আবু আলি।
মিশরের রাজধানী কায়রোর আরব লীগের এক সভা থেকে তিনি এই ডাক দিয়েছেন।
সাঈদ বলেন, ‘ফিলিস্তিনি জনগণ ও তাদের জানমালের ওপর ইসরায়েল কর্তৃপক্ষের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এই চলমান আগ্রাসনের বিপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার তাদের দায়িত্ব পাল করা উচিত, সবার দ্বৈত অবস্থান থেকেও সরে আসতে হবে।’
ইসরায়েলের ওপর অর্থনৈতিকসহ নানা ধরনের চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল