৭ আগস্ট, ২০২২ ১৭:১৪

গাজায় ইসরায়লের মুহুর্মুহু হামলায় নিহত বেড়ে ৩১

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়লের মুহুর্মুহু হামলায় নিহত বেড়ে ৩১

ছবি রয়টার্সের।

গাজা উপত্যকায় গত শুক্রবার থেকে দখলদার ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ২৬৫ জন।  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা

গত কয়েক দিন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাতভর গাজা ভূখণ্ড থেকে ছোঁড়া শত শত রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ওই  উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ করেছে। শনিবারও জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক মানুষজন ও স্থাপনায় হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্রটি। এখনও হামলা অব্যাহত রয়েছে।

যদিও ইসরায়েল হামলা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। এদিকে, জাতিসংঘ বলছে, গাজায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিনি পরিবার। এ ছাড়া স্থানীয় ৬৫০টির বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, দখলকৃত পশ্চিম তীর থেকে পিআইজের (ফিলিস্তিনের ইসলামিক জিহাদ) একজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেফতারের পর কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর