৭ আগস্ট, ২০২২ ২৩:৪৬

ইউক্রেনের বন্দর ছেড়েছে আরও ৪ জাহাজ

অনলাইন ডেস্ক

ইউক্রেনের বন্দর ছেড়েছে আরও ৪ জাহাজ

খাদ্যশস্য ও সূর্যমুখী বোঝাই আরও চারটি জাহাজ ইউক্রেন বন্দর ছেড়ে গেছে নিরাপদ নৌ-করিডর দিয়ে। রবিবার এই জাহাজগুলো বন্দর ছাড়ে।

রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে আছে। ফলে বিশ্বের নানা দেশে খাদ্য সঙ্কট দেখা দেওয়ার শঙ্কা করা হচ্ছে। 

কিন্তু তুরস্কে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়া চুক্তির পর গত সপ্তাহে প্রথম খাদ্যশস্য বোঝাই জাহাজটি ইউক্রেন ছাড়ে। ফলে বিশ্বে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। 

ইউক্রেন ছাড়া জাহাজগুলো চুক্তি অনুযায়ী তুরস্কে যাবে, সেখানে চেকিংয়ের পর জাহাজগুলো তার গন্তব্যের দেশগুলোতে পাড়ি দেবে।

রবিবার ছেড়ে যাওয়া ইউক্রেনের জাহাজের গন্তব্য ইতালি ও চীন। এদিন আরও একটি খালি জাহাজ ইউক্রেনের বন্দরে ভিড়েছে। 

বর্তমান খাদ্যশস্য রপ্তানি চুক্তিটির মেয়াদ ১২০ দিন বা চার মাস। দুই পক্ষ সন্তুষ্ট থাকলে এই চুক্তির মেয়াদ আরও বাড়বে। 


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর