রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রিজার্ভ ফোর্সের একজন কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু করেছে জার্মানির একটি আদালত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হলে ৬৫ বছর বয়সী এই সেনা কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
অভিযোগসূত্রে জানা গেছে, এই সেনা কর্মকর্তা সশস্ত্রবাহিনীর রিজার্ভ সিস্টেমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
জার্মানির ফেডারেল প্রসিকিউটর অফিস এই কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার প্রতি সহানুভূতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন। তবে অর্থ আদান-প্রদান সংক্রান্ত কোনো বিষয় তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়নি।
খবরে বলা হয়েছে, অভিযুক্ত বিশেষ নজর পায় কারণ, রাশিয়ার কর্তৃপক্ষ তাকে একটি কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছিল।
আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্ত প্রাথমিকভাবে তার বিরুদ্ধে তোলা অভিযোগের অংশ বিশেষ স্বীকার করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল