শিরোনাম
১৫ আগস্ট, ২০২২ ১০:০৫

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে প্রতিদিনই বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে: মেয়র

অনলাইন ডেস্ক

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে  প্রতিদিনই বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে: মেয়র

এনারহোডার শহরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের ঝুঁকি প্রতিদিনই বাড়ছে। শহরটির মেয়র এই মন্তব্য করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর কিছুদিন পরই রুশ সেনারা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয়। কেন্দ্রটি এখনো যুদ্ধের ফ্রন্টলাইনে আছে।

ইউক্রেনের দক্ষিণপূর্বের এনারহোডার শহরে বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। শহরটির মেয়র বলেছেন, প্রতিদিনই ঝুঁকি বাড়ছে। মেয়র দিমিত্র ওরলোভ জাপোরিঝিয়া থেকে বলেন, সেখানে যা হচ্ছে স্পষ্টভাবে বলতে গেলে তা ‘পরমাণু সন্ত্রাস’। অপ্রত্যাশিতভাবে যেকোনো মুহূর্তে এটা শেষ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে এই পারমাণবিক কেন্দ্র বারবার গুলির মুখে পড়ে। বিপর্যয়কর উত্তেজনার জন্য  কিয়েভ-মস্কো  পরস্পরকে দায়ী করছে।

কিয়েভ অভিযোগ করছে, কেন্দ্রের ভেতর মস্কো সেনা ও  অস্ত্র রেখে সেখান থেকে আক্রমণ করছে। 

মেয়র ওরলোভ  বলেন, পরিস্থিতি বিপজ্জনক। তার ভাষায়, সবথেকে উদ্বেগের বিষয় হলো– উত্তেজনা কমার কোনো প্রক্রিয়া নেই।

আন্তর্জাতিক অটোমিক এনার্জি এজেন্সি কেন্দ্রটি পরিদর্শন করার দাবি জানিয়েছে। ওই এলাকায় যুদ্ধ বন্ধ না হলে পরমাণু বিপর্যয় হবে বলে সংস্থাটি সতর্ক করেছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর