১৬ আগস্ট, ২০২২ ১২:৫৫

চীনের বিরুদ্ধে অতিরঞ্জিত ভিডিও প্রচারের অভিযোগ তাইওয়ানের

অনলাইন ডেস্ক

চীনের বিরুদ্ধে অতিরঞ্জিত ভিডিও প্রচারের অভিযোগ তাইওয়ানের

চীনের সেনাবাহিনী তাইওয়ানের কৌশলগত গুরুত্বপূর্ণ পেঙ্গুহ দ্বীপের একটি ভিডিও প্রকাশ করেছে। এই দ্বীপে তাইওয়ানের প্রধান বিমানঘাঁটি অবস্থিত।

ভিডিও প্রকাশের পর তাইওয়ান বলছে, চীন অতিরঞ্জন করছে। তারা পেঙ্গুহ দ্বীপের কাছে এসেছিল এটা সত্য নয়।

সম্প্রতি স্বশাসিত তাইওয়ান দ্বীপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সফর করেন। এটা নিয়ে চীনের সঙ্গে তাইপে ও ওয়াশিংটনের ব্যাপক উত্তেজনা তৈরি হয়। চীন এই ঘটনায় নজিরবিহীন সামরিক মহড়া করে। তাইওয়ান প্রণালির কাছে চক্কর দেয় চীনের যুদ্ধবিমান।

রয়টার্সের খবর অনুসারে, সোমবার চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটি চীনের বিমানবাহিনী ধারণ করেছে বলে মনে হয়েছে। ওই ভিডিওতে তাদের তাইওয়ানের পেঙ্গুহ দ্বীপে দেখা যায়। 

এ বিষয়ে তাইওয়ানের বিমান বাহিনীর সহ প্রধান (অপারেশন) তাং-পেই-লান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এটা চীনের তথ্য যুদ্ধ। তবে ভিডিওটি কে বা কারা ধারণ করেছে সে সম্পর্ক মন্তব্য করতে চাননি তিনি। তাইওয়ানের এই কর্মকর্তা বলেন, চীনের সেনাবাহিনী পেঙ্গুহ দ্বীপের কতটা কাছাকাছি বোঝাতে তারা এই ভিডিও প্রকাশ করছে। তবে ঘটনা সত্য নয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর