১৮ আগস্ট, ২০২২ ১২:৫৬

ইউক্রেনে জব্দ বিদেশি অস্ত্রের প্রদর্শনী করল রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনে জব্দ বিদেশি অস্ত্রের প্রদর্শনী করল রাশিয়া

ইউক্রেনে জব্দ বিদেশি অস্ত্রের প্রদর্শনী করল রাশিয়া

ইউক্রেন থেকে জব্দ করা বিদেশি অস্ত্রের প্রদর্শন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে সাজোয়াযান এবং সেনা বহনকারী গাড়ি রয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে পেট্রিয়ট এক্সিবিশন সেন্টারে যে অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী হচ্ছে সেখানে জব্দ করা এসব বিদেশি সামরিক সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ভেতরে সামরিক অভিযান শুরু করে। তবে তার আগে থেকেই আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করে আসছে। রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে যেমন লড়ছে, তেমনি ইউক্রেনকে সরবরাহ করা বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ধ্বংসের চেষ্টা চালিয়ে আসছে।

রাশিয়ার অভিযানের বিপরীতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা বাড়িয়েছে। সম্প্রতি দূরপাল্লার হাউইটজার এবং হিমার্স ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইউক্রেনকে। রাশিয়া জানিয়েছে, এসব অস্ত্রের বিরাট অংশ তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর