জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের পশ্চিমে অবস্থিত লেভিভ শহরে এই সাক্ষাতে জেলেনস্কি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
সম্প্রতি ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। মার্চের শুরুতে রুশ বাহিনী কেন্দ্রটি দখল করে নেয়।
জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, জাতিসংঘকে অবশ্যই কৌশলপূর্ণ এই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অঞ্চলটি বেসামরিকীকরণ এবং রুশ সৈন্যদের থেকে সম্পূর্ণ মুক্ত দাবি করেন তিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল