তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে ফিলিস্তিনের প্রতি তার দেশের সমর্থন কমবে না।
মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিন দিনের সফরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখন তুরস্কে অবস্থান করছেন।
তুরস্ক-ইসরায়েল সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এর আওতায় দুই দেশের মধ্যে সরাসরি বিমানের ফ্লাইট চলবে। গত সপ্তাহে দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়, তারা রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছেন। জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলাকে কেন্দ্র করে ৬০ জন ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল তুরস্ক।
যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ফিলিস্তিনের সঙ্গে আঙ্কারার সুদীর্ঘ সংহতি শক্তভাবে রয়েছে। শুরু থেকে তুরস্ক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে এরদোয়ান বলেন, প্রত্যেকটা প্লাটফর্মে আমরা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে কথা বলি। এরদোয়ান বলেন, ইসরায়েলের আক্রমণ এবং বেসামরিক নাগরিক হত্যায় আমরা আমাদের জবাব স্পষ্টভাবে প্রদর্শন করেছি
আল জাজিরার খবর অনুসারে, এরদোয়ান ফিলিস্তিনের অন্যতম আবেগী সমর্থক। ইসরায়েলকে তিনি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে থাকেন।
এরদোয়ানের সঙ্গে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্ক- ইসরায়েলের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করননি। তবে অতীতে ফিলিস্তিনকে সমর্থনের জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ প্রদান করেন। তুর্কি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিদের প্রতি গভীর মনোযোগ এবং যে আতিথিয়তা আমাদের প্রতি দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ।
বিডিপ্রতিদিন/কবিরুল