ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি’র অধিকাংশ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। গত মঙ্গলবার (২৪ আগস্ট) আদানি গ্রুপের একটি বিভাগ এজিএম মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। তবে বিধি-নিষেধের কথা উল্লেখ করে আদানি গ্রুপের এই পরিকল্পনা নাকচ করার চেষ্টা করছে এনডিটিভি। খবর রয়টার্স।
প্রভাবশালী এই গণমাধ্যমকে ভারতের সবচেয়ে স্বাধীন গণমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ফলে এর মালিকানা মোদি ঘনিষ্ঠ আদানির হাতে গেলে গণমাধ্যমটির সম্পাদকীয় নীতিমালায় পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক ও রাজনীতিবিদরা।
এদিকে এনডিটিভির প্রতিষ্ঠাতা সাংবাদিক রাধিকা রায় ও প্রণয় রায় জানিয়েছেন, ২০২০ সাল থেকে তাদের ওপর ভারতের সিকিউরিটিজ মার্কেটে শেয়ার কেনা বা হস্তান্তর করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তারা এখন আদানির দাবি করা শেয়ারগুলো হস্তান্তর করতে পারবেন না। একই সাথে তারা জানিয়েছেন, তাদের সম্মতি ছাড়াই আদানি গ্রুপ এনডিটিভির অধিকাংশ শেয়ার কেনার পরিকল্পনা করেছে। যা ‘একেবারেই অপ্রত্যাশিত’।
অন্যদিকে, বার্তা-সংস্থা রয়টার্সের অন্য আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কীভাবে আদানি গ্রুপ এনডিটিভির অধিকাংশ মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। সেখানে বলা হয়েছে, এনডিটিভির অধিকাংশ শেয়ার কিনে নেওয়ার পরিকল্পনাটি দুই ধাপে সাজায় আদানি গ্রুপ। আর এই পরিকল্পনার কেন্দ্রে ছিল ২০০৮ সালে প্রতিষ্ঠিত স্বল্পপরিচিত বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (ভিসিপিএল)।
এক দশকেরও বেশি সময় আগে এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা ও প্রণয় রায় ভিসিপিএল থেকে ৪০০ কোটি রুপি (৫ কোটি ডলার) ঋণ নেন। বিনিময়ে সংবাদ গোষ্ঠীটির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ারের মালিকানা দিয়ে কোম্পানিটির পক্ষে চুক্তিপত্র (ওয়ারেন্টস) জারি করা হয়। চুক্তিপত্র অনুযায়ী যেকোনো সময় এই শেয়ার কেনার অধিকার পায় ভিসিপিএল। আদানি গ্রুপ গত মঙ্গলবার জানায়, তারা ভিসিপিএল অধিগ্রহণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির ওই অধিকার প্রয়োগ করেছে, যার মধ্যে ২৯ দশমিক ১৮ শতাংশ এই শেয়ার দেওয়ার কথাও রয়েছে।
আদানি গ্রুপের ঘোষণার কয়েক ঘণ্টা পর একটি বিবৃতি দেয় এনডিটিভি। তারা আদানির এই পদক্ষেপকে অপ্রত্যাশিত বলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
ভারতের পুঁজি বাজার–সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, ২৫ শতাংশের বেশি শেয়ারের পরোক্ষ মালিকানা থাকায় আদানি গ্রুপ এখন বর্তমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে আরও অন্তত ২৬ শতাংশ শেয়ার কেনার উন্মুক্ত প্রস্তাব দিতে পারবে। পরিকল্পনার কথা জানিয়ে আদানি গ্রুপ বলেছে, উন্মুক্ত প্রস্তাবে এনডিটিভির প্রতিটি শেয়ারের দাম হবে ২৯৪ রুপি। সব মিলিয়ে ৬ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের চিন্তা-ভাবনা রয়েছে। সেটি হলে সব মিলিয়ে জনপ্রিয় এই সংবাদ নেটওয়ার্কের ৫৫ দশমিক ১৮ শতাংশই আদানি গ্রুপের হাতে চলে যাবে।
এটি হলে দুই প্রতিষ্ঠাতা সাংবাদিক রাধিকা রায় ও প্রণয় রায়-এর হাতে এনডিটিভির শুধু ৩২ শতাংশের মতো শেয়ার থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর