ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ছয় মাস অতিক্রম করেছে। গত ছয় মাস ধরে দু'দেশের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল দখল করেছে। কিছু এলাকা ইউক্রেন আবার পুনর্দখল করেছে।
এদিকে, রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে যৌথভাবে মাইক্রো ড্রোন দিচ্ছে নরওয়ে ও ব্রিটেন। এগুলো নজরদারি ও লক্ষ্যস্থল শনাক্তকরণে ব্যবহৃত হয় বলে জানিয়েছে তারা।
গতকাল বুধবার নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে নরওয়েজিয়ান তৈরি ব্ল্যাক হর্নেট মাইক্রো-ড্রোন কিনবে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, টেলিডাইন ফ্লিয়ার ব্ল্যাক হর্নেট ড্রোনগুলোর মূল্য ৯২ লাখ ৬০ হাজার ডলার ছাড়িয়ে যাবে।
নরওয়ে প্যাকেজের জন্য ইউকে-নেতৃত্বাধীন তহবিলের মাধ্যমে ৪০০ মিলিয়ন ক্রোনার অবদান রেখেছে, যা ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রশিক্ষণসহ খুচরা যন্ত্রাংশ, পরিবহন এবং ব্ল্যাক হর্নেট সিস্টেম ক্রয় নিশ্চিত করবে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সাহায্য করার জন্য সরঞ্জামগুলোর অনুরোধ করার পরে দুই দেশ এ উদ্যোগের সঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নরওয়েজিয়ান-উন্নত ড্রোনটি বিশ্বব্যাপী এটি নজরদারি এবং লক্ষ্য শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য ন্যাটো সদস্য দেশসহ বেশ কয়েকটি দেশে এই ড্রোন কাজ করছে।
এদিকে, আমেরিকা এবং ইউরোপিয় ইউনিয়নও (ইইউ) ইউক্রেনকে কোটি কোটি ডলারের যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু তারা রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘর্ষে জড়ায়নি।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন