পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দখলদার ইহুদি বাহিনী এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
নিহতরা হলেন- নাবলুসে অবিস্থত শরণার্থী ক্যাম্পের সামের খালেদ (২৫) এবং দক্ষিণ রামাল্লার আম আল সারায়াতের আফ্ফানেহ (২৬)। এর মধ্যে খালেদকে ভোর ৫টায় এবং আফ্ফানেহকে সকাল ৬টার দিকে হত্যা করা হয়।
ঘটনার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করনি। তবে ইহুদি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বালাতা ক্যাম্পে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় গুলি চালালে তাদের বাহিনীর সদস্যরা জবাব দেয় বলেও ইসরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল