দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। আজ বৃহস্পতিবার ৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থাভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। অরবিন্দ কেজরীওয়ালের দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে ভোট দিয়েছেন আট জন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল বলেছেন, ‘‘দিল্লিতে এক জন আপ বিধায়ককে কিনতেও ব্যর্থ হয়েছে ওরা (বিজেপি)। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছে। তাদের মধ্যে দু’জন দেশের বাইরে। এক জন জেলে রয়েছেন।’’
কেজরীওয়ালের দাবি, দিল্লিতে ‘অপারেশন লোটাস’ (বিরোধী দল শাসিত রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সরকার গড়ার লক্ষ্যকে এই নাম দেওয়া হয়েছে) ব্যর্থ হয়েছে। তার একজন বিধায়ককেও বিজেপি তাদের শিবিরে নিতে পারেননি। দলের বিধায়করা তার সঙ্গে রয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা