কানাডার সাচকাচুয়ান প্রদেশে ছুরি হামলায় হতাহতের ঘটনাকে ‘ভয়ঙ্কর ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এক টুইটার ও ফেসবুক বার্তায় ট্রুডো বলেছেন, “যারা এই হামলায় প্রিয়জন হারিয়েছেন ও যারা আহত হয়েছেন, আমি তাদের কথা ভাবছি।”
তিনি হামলায় হতাহত মানুষের স্বজনদের প্রতি সমবেদনা জানান।
পুলিশ বলেছে, সাচকাচুয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে রবিবার ছুরি নিয়ে হামলার ওই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে খুঁজছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত এলাকা জেমস স্মিথ ক্রি নেশন ও নিকটবর্তী শহর ওয়েলডন থেকে পুলিশ জরুরি ফোন পায়।
মাইলেস ও ড্যামিয়েন স্যান্ডারসন নামের ৩০ ও ৩১ বছর বয়সী দু’জনকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। হামলার পর তারা একটি গাড়িতে পালিয়ে গেছেন। তাদের চুলের রং কালো ও চোখ বাদামি বলে জানিয়েছে পুলিশ। জেমস স্মিথ ক্রি নেশন এলাকার বাসিন্দা ২ হাজার ৫০০। পুলিশ সেখানে জরুরি অবস্থা জারি করেছে।
পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর বলেন, ভোর সাড়ে পাঁচটার পর জেমস স্মিথ ক্রি নেশনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এরপর ১৩টি এলাকায় হামলা হয়েছে।
ওই এলাকায় বেশ কয়েকটি তল্লাশিচৌকি বসানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্শ্ববর্তী রেজিনা, মানিটোবা ও অ্যালবার্টা প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম