ঋষি সুনাক না লিজ ট্রাস, কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তা জানা যাবে আজ। আজ সোমবার বিকেলে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের আজই শেষ দিন। মেয়াদের শেষ দিনেও প্রধানমন্ত্রী বরিসকে ডাউনিং স্ট্রিটে দেখা গেছে।
২০১৯ সালের মে মাসে- ১১৩৯ দিন আগে বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মে'র স্থলাভিষিক্ত হয়েছিলেন বরিস। ব্রেক্সিট কার্যকরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে করোনাকালে পার্টি আয়োজন করাসহ নানা কারণে তিনি বিতর্কিত হয়েছিলেন। এ জন্য একাধিকবার ক্ষমাও চেয়েছেন।
আগামীকাল কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন বরিস। সেখানেই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা