পশ্চিমতীরের দখলকৃত জেনিন এবং সংলগ্ন এলাকায় কথিত অভিযানে গুলি করে এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতের নাম তাহের মোহাম্মদ জাকারনেহ (১৯)।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ জেনিনের কাবাতিয়া গ্রামে ইসরায়েলি সেনারা তাহেরের মাথায় এবং পায়ে গুলি করে। হাসপাতালে নেওয়ার সময় এই তরুণ জীবিত ছিলেন। প্রায় সাতঘণ্টা পর সে মারা যায়।
ইসরায়েলি সেনারা ভোরে জেনিনে অভিযান শুরু করে। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনে তারা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এটা করতে যেয়ে তারা সহিংস তাণ্ডবের মুখে পড়েন। ফিলিস্তিনিরা পাথর, বিস্ফোরক ছুড়ে এবং সেখানে গুলির শব্দও শোনা যায় বলে দাবি তাদের। জবাবে সেনারা গুলি ছোড়ে। অভিযানে ১৭ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
বিডিপ্রতিদিন/কবিরুল