কেনিয়ার সাধারণ নির্বাচনে ভোটকারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাইলা ওদিঙ্গা। আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে। ফলে উইলিয়াম রুতোই থাকছেন কেনিয়ার প্রেসিডেন্ট।
গত ৯ আগস্ট কেনিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট ফলাফল ঘোষিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গাকে খুব কম ব্যবধানে পরাজিত করেন উইলিয়াম রুতো। সরকারি তথ্য অনুযায়ী, রুতো পান ৫০.৫ শতাংশ ভোট।
সোমবার রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, রুতো ৫০ শতাংশের বেশি ভোট পাননি, পিটিশনকারী সেই প্রমাণ দিতে পারেননি। উইলিয়াম রুতো ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলেও আদালত জানিয়েছে।
ভোটের ফল ঘোষণার সময় সাতজন ইলেক্ট্রোরাল কমিশনের মধ্যে চারজন কমিশনার ঘোষণা দেন, তারা এ নির্বাচনের ফলাফলের দায় নেবেন না। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণা করতে দেরি হয়।
চারজন ইলেক্ট্রোরাল কমিশনার জানান, নির্বাচনের যে ফল ঘোষণা হতে যাচ্ছে তার দায়-দায়িত্ব তারা নেবেন না। কারণ, এটি অস্বচ্ছ নির্বাচন। তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, সকলে যেন শান্ত থাকেন এবং বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন।
বিডিপ্রতিদিন/কবিরুল