রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ইরানে পৌঁছেছে রাশিয়ার নয়টি বিমান।
ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসেমি বুধবার এ তথ্য জানান।
তিনি বলেন, রাশিয়ার নয়টি যাত্রীবাহী বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে। কারণ রাশিয়ার বিমানের জন্য যে ধরনের যন্ত্রাংশ ও সেবা প্রয়োজন ইরানে তা রয়েছে।
রুস্তম কাসেমি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে।
যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলা ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলেছে তখন ইরানে রাশিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের সেবা নেওয়ার রিপোর্ট প্রকাশ করা হলো। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।
রাশিয়া সরকার বেশ কয়েকবার বলেছে যে, বিদেশি নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে তারা ইরানের নানামুখী অভিজ্ঞতাকে ব্যবহার করছে।
রাশিয়া ও ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অর্থনৈতিক বিস্ফোরণের জন্য বিভিন্ন ধরনের চুক্তি করেছে। সূত্র: প্রেসটিভি
বিডি প্রতিদিন/কালাম