মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী আগামী বছর দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনে যা যা করা দরকার, সামরিক সরকার তাই করবে। নির্বাচন আয়োজনের ব্যাপারে যেসব প্রতিশ্রুতি জান্তা সরকার দিয়েছিল, তার সবই পূরণের চেষ্টা চালানো হচ্ছে।
রাশিয়া সফরে গিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে পশ্চিমাদের দিকে আঙুল তুলে জান্তাপ্রধান আরও বলেন, মিয়ানমারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে পশ্চিমারা। এসময় মিয়ানমারের সংকট এখন সরকারের নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করা হয়। এ ছাড়া স্টেট কাউন্সিলর অং সান সু চির সরকারকে উৎখাত ও বিক্ষোভ দমন করতেও হত্যাকাণ্ড চালানোর অভিযোগ আছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে।
গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই মিয়ানমারজুড়ে শুরু হয় বিক্ষোভ। আর সেই বিক্ষোভ দমনে সামরিক বাহিনী একদিকে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, অন্যদিকে গণহারে গ্রেফতার করেছে স্থানীয় রাজনীতিবিদদের। তবে এখন পর্যন্ত রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে এসেছে জান্তা সরকার।
সূত্র- রয়টার্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ