যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতার জন্য ইউক্রেনীয় সেনাদের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। জার্মানিতে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ৬৭৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তাও ঘোষণা করেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মিত্র দেশগুলোর সঙ্গে জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে বৃহস্পতিবার বৈঠকে বসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। সামরিক নেতা এবং মন্ত্রীরা বৈঠকে ইউক্রেনকে আরও কী কী উপায়ে দীর্ঘমেয়াদে সহায়তা করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
এই বৈঠকে লয়েড অস্টিন বলেন, তাদের সরবরাহ করা হাউৎজার, বিমানবিধ্বংসী ব্যবস্থা, হেলিকপ্টার এবং ক্ষুদ্র গোলা রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে সক্ষম করছে। যুদ্ধ একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার রাত্রীকালীন বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছ থেকে কয়েকটি স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। তবে তিনি বৃহত্তর স্বার্থে এসব স্থাপনার অবস্থান বলেননি।
বিডিপ্রতিদিনি কবিরুল