আকস্মিক সফরে কিয়েভে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ব্লিনকেনের সফর গুরুত্বপূর্ণ সংকেত (সিগন্যাল)।
রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা এখন দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে পাল্টা আক্রমণ চালাচ্ছেন। দীর্ঘমেয়াদে ইউক্রেনকে ২ শত কোটি ডলার সামরিক সহায়তা ঘোষণার পর ব্লিনকেন ইউক্রেনে গেলেন।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে এটা গুরুত্বপূর্ণ সংকেত। আমরা আমাদের ভূমি এবং অঞ্চল ফেরত নিতে পারব এটা তার একটা নিশ্চয়তা। এর আগে বুধবার রাত্রীকালীন বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছ থেকে কয়েকটি স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। তবে তিনি বৃহত্তর স্বার্থে এসব স্থাপনার অবস্থান বলেননি।
বিডিপ্রতিদিন./কবিরুল