সৌদি আরবে সামরিক পরীক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।
সেন্টকমের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন আল আরাবিয়ার কাছে এক বিবৃতিতে বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের অংশীজন এবং যুক্তরাষ্ট্রের সেনাদের প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতির জন্য ‘রেড স্যান্ডস এক্সপেরিমেন্টেশন সেন্টার ’ খোলা একটি উদ্ভাবনী অভিগমন।
তবে এটা এখনো ধারণাগত পর্যায়ে রয়েছে। বিষয়টি নিয়ে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এনবিসি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে বলা হয়, এই সেন্টার খোলা হলে যুক্তরাষ্ট্র এবং জোটের মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন আকাশ যান হুমকি মোকাবিলা সহজ হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা এনবিসিকে বলেন, সৌদি আরব ভবিষ্যত বহু আঞ্চলিক প্রচেষ্টার কেন্দ্রস্থল। তারা বিষয়টিকে একটা সুযোগ হিসেবে নিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চায়।
বিডিপ্রতিদিন/কবিরুল