অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই কিশোরের নাম ওদাই ত্রাদ সালাহ, তার বয়স ১৭ বছর। ওই কিশোর কুফর দান গ্রামের বাসিন্দা।
ওই গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় সংঘর্ষ বেধে যায় এসময় পুলিশ সালাহর মাথায় গুলি করে। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে।
যদিও ইসরায়েলি বাহিনী জানায় অভিযানের সময় সেনাদের ওপর হামলা চালালে তারা গুলি ছুড়তে বাধ্য হয়।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল