ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে তিনি মোটেও তামাশা হিসেবে নিচ্ছেন না।
এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে হুমকি দিয়েছিলেন, মস্কো রাশিয়াকে সুরক্ষিত রাখার জন্য সম্ভাব্য সবধরনের পন্থাই বেছে নেবে। এতে পুতিন বোঝাতে চেয়েছেন, প্রয়োজনে ইউক্রেনে পরমাণু অস্ত্রও ব্যবহার করা হবে।
এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘দেখেন, গতকালও এটা তামাশা ছিল। কিন্ত এখন এটা বাস্তবতা।’ জেলেনস্কি আরও পরিষ্কার করে বলে যে, পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টিকে তিনি আর তামাশা হিসেবে দেখছেন না।
এসময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়ার হামলা চালানোর বিষয়টিকেও একরকমের পরমাণু অস্ত্র ব্যবহার হিসেবেই দেখার কথা জানান জেলেনস্কি। তার মতে এটা একধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল