২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৮

ব্রাজিলে সেতু ভেঙে নিহত ৩, নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক

ব্রাজিলে সেতু ভেঙে নিহত ৩, নিখোঁজ ১৫

সংগৃহীত ছবি

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজোনাসে যানবাহন চলাচলের সময় একটি সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৫ জনের মতো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দমকলকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এতথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক রাজধানী মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণে একটি শহর কেরিরোতে বিআর-৩১৯ হাইওয়েতে কংক্রিটের একটি সেতু ধসে পড়েছে। অ্যামাজোনাস ফায়ার ডিপার্টমেন্ট বুধবার (২৮ সেপ্টেম্বর) জানায়, তারা এ ঘটনায় এক ডজনেরও বেশি নিখোঁজ লোককে খুঁজছে।

কর্মকর্তারা জানান, কিছু যানবাহন সেতু অতিক্রম করার সময় এটি ভেঙে পড়ে। এতে ১৪ জন আহত হয়েছেন। ব্রিজের কেন্দ্রীয় অংশ ভেঙে পানিতে পড়ে যায়। একটি সাদা ট্রাকসহ কিছু যানবাহন নদীতে তলিয়ে গেছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর