শিরোনাম
২৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:২১

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন এরদোয়ান

ফাইল ছবি

আগামীকাল শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে দখল করা চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করবেন। বিবিসি এই খবর প্রকাশ করেছে। এরই মধ্যে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর ডেইলি সাবাহ ও টিআরটির।

ব্যাপারটিকে তিনি ‘কূটনীতির ব্যর্থতা’ বলেওউল্লেখ করেছেন। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তুরস্ক শাখা সিএনএন তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। 

এরদোয়ান বলেন, ‘ইউক্রেনের দখলকৃত অঞ্চলে গণভোট এবং তারপর সেসব অঞ্চলকে রাশিয়া অন্তভূক্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে এটি আমাদের সবার জন্যই উদ্বেগজনক এবং….আমি একে আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতা বলব।’

উল্লেখ্য, গত শুক্রবার ইউক্রেনের কাছ থেকে দখল করা দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে গণভোট শুরু হয়। বুধবার এই ভোট শেষ হয়। রাশিয়া দাবি করেছে, অধিকাংশ ভোট রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে পড়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর