তাইওয়ানের নৌবাহিনীর বহরে নতুন একটি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। এই জাহাজটি স্থল ছাড়াও জলপথেও ব্যবহার করা যাবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়েছেন। তার অংশ হিসেবে দেশীয়প্রযুক্তিতে এই জাহাজ নির্মাণ করা হয়েছে।
জাহাজটির নামকরণ করা হয়েছে দেশটির সর্বোচ্চ পর্বত ‘ইউ সান’ এর নামে। এর ওজন ১০ হাজার ৬০০ টন।
নৌবাহিনীর কাছে শুক্রবার জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেন, চীনের সেনাবাহিনীর হুমকি আসলে আমাদের আত্মরক্ষার সক্ষমতা আরও দ্রুতগতিতে শক্তিশালী হবে।
তাইওয়ানের ইউ সান নামে এই জাহাজটি কামান দ্বারা সজ্জিত। এটা আকাশ এবং স্থল টার্গেটে ব্যবহার করা যাবে। এছাড়া জাহাজে যুদ্ধবিমান বিরোধী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্ররোধী বন্দুক ব্যবস্থাও রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল