রুশ সেনাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। এ প্রস্তাবে সাড়াদানকারীদের জীবন সুরক্ষিত থাকবে এমন প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শুক্রবার রুশ সেনাদের উদ্দেশে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী এক ভিডিও বক্তব্যে এ কথা বলেন। রেজনিকভ বলেন, আপনারা এখনো রাশিয়াকে বিয়োগান্ত ঘটনা (ট্রাজেডি) এবং রুশ সেনাবাহিনীকে অপমানের হাত থেকে বাঁচাতে পারেন।
রুশ সেনাদের জীবনের সুরক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ থেকে সরে আসবেন, তারা ন্যায়বিচার পাবেন।
সেনাদের ক্রেমলিন ধোঁকা দিচ্ছে ও বিশ্বাসঘাতকতা করছে উল্লেখ করে রেজনিকভ বলেন, আপনারা ছায়া ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মারা গেলে তা হবে বীরের মৃত্যু, তাদের জন্য এটা বলা খুব সহজ। সত্য হলো ন্যাটোভুক্ত দেশগুলো আমাদের অস্ত্র দিচ্ছে। তবে এসব অস্ত্র দিয়ে আপনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনারাই লড়াই করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল