নোবেল শান্তি পুরস্কারের সমালোচনা করেছেন পুতিনের একজন উপদেষ্টা। ভ্যালেরি ফেদিভ নামে পুতিনের এই সহযোগী বলেন, ‘এটা অর্থপূর্ণ হয়নি। এমন সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটি অনুপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে।’
রাশিয়ার সরকারি টেলিভিশনে ফেদিভ বলেন, ‘অতীতে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হলেও এবার দেওয়া হয়েছে ইউক্রেনকে তাদের মানবাধিকার প্রতিষ্ঠানকে।
উল্লেখ্য, শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি এবং রাশিয়া ও ইউক্রেনের দুই মানবাধিকার প্রতিষ্ঠান। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে, পুতিনের বিরুদ্ধে রাশিয়ায় বিক্ষোভ হয়েছে এবং বেলারুশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ।
নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে পুতিনকে কোনো বার্তা প্রদান করা হলো কিনা এমন প্রশ্নের জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইস আন্ডেরসেন বলেন, ‘যারা শান্তির পক্ষে কাজ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়।’
স্পষ্ট করে নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, পুতিনকে উদ্দেশ্য, তার জন্মদিন কিংবা অন্য কোনো কিছু ভেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। কারও বিরুদ্ধে নয় বরং ইতিবাচক কাজের জন্য পুরস্কার দেয়া হয়েছে, যোগ করেন তিনি। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল