যদি বিরোধীরা গালি দেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাতে বিন্দুমাত্র আপত্তি নেই, আপত্তি নেই তার দল বিজেপিকে গালি দিলেও! মোদি বলেছেন, ‘আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতি দিন ২-৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি সৃষ্টিকর্তার এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’
আজ তেলঙ্গানায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম না করে খোঁচা দেন মোদি। তিনি বলেন, আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।
এসময় তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন কর্নাটক, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক