ইরানে ২০১৯-এর প্রতিবাদকে বলা হয় ‘রক্তাক্ত নভেম্বর’। তার স্মরণে ফের রাজপথে নেমেছে দেশটির শিক্ষার্থী ও শ্রমিকরা।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভ ছাড়াও মঙ্গলবার ২০১৯ সালের সরকার-বিরোধী প্রতিবাদের স্মরণে রাজপথে বিক্ষোভ হয়েছে। গত কয়েকদিন ধরে এই বিক্ষোভ নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চলছিল।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তেহরানের বাজারে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে। সব দোকান বন্ধ। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন বলেছে, ১৬টি শহরে শ্রমিকরা ধর্মঘট পালন করেছে।
‘রক্তাক্ত নভেম্বর’ প্রতিবাদ কেন?
তিন বছর আগে ১৫ নভেম্বর তেলের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে নেমেছিল মানুষ। কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা ব্য়াংক, গ্যাস স্টেশন লুট করে, থানা আক্রমণ করে। কর্তৃপক্ষ এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ রেখে প্রতিবাদ দমন করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, অন্ততপক্ষে ৩০৪ জন নিহত হয়েছিল। শতাধিক শহরে এই বিক্ষোভ সংঘটিত হয়।
নরওয়ে-ভিত্তিক হিউম্যান রাইটস গ্রুপ জানিয়েছে, মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভে ৩২৬ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল