২৭ নভেম্বর, ২০২২ ১২:৪৯

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নয়, রনকে সমর্থন দেবেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নয়, রনকে সমর্থন দেবেন ইলন মাস্ক

২০১৮ সালে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে রন ডিস্যান্টিস'র পেছনে দাঁড়িয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প (বামে), ইলন মাস্ক (ডানে)। ফাইল ছবি

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে সমর্থন দেবেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গতকাল এক টুইট বার্তায় তিনি এমনটি জানান। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে লড়বেন তিনি। দিন কয়েক আগে ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রন ডিস্যান্টিসের ব্যাপারে মুখ খুলেন। রনকে প্রার্থী না হওয়ার জন্য সতর্কও করে দেন তিনি। 

এদিকে সম্প্রতি নির্বাচনে ফ্লোরিডার গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত হন রন।

ইলন মাস্ক বলেছেন, ‌২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে তার পছন্দ একজন বিবেকবান ও মধ্যপন্থী মানুষ। তিনি আশা করেছিলেন, বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে। এ ব্যাপারে তিনি এখন পর্যন্ত হতাশ।

টুইটারে একজন ব্যবহারকারী ইলন মাস্কের কাছে জানতে চান ইলন, ‘আপনি কি ২০২৪ সালে রন ডিস্যান্টিসকে সমর্থন করবেন? জবাবে ইলন মাস্ক ‘হ্যাঁ’ বলেন।

সূত্র : রয়টার্স 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর