১ ডিসেম্বর, ২০২২ ১৩:৪৩

‘জীবন বাঁচাতে’ আগামী বছর জাতিসংঘের চাই সাড়ে ৫১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

‘জীবন বাঁচাতে’ আগামী বছর জাতিসংঘের চাই সাড়ে ৫১ বিলিয়ন ডলার

২০২৩ সালে বিশ্বের লাখ লাখ মানুষের মানবিক সাহায্যের চাহিদার কথা বিবেচনায় নিয়ে অংশীদারদের কাছে সাড়ে ৫১ বিলিয়ন ডলারের যোগান চেয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের হিসাব মতে আগামী বছর বিশ্বের অতিরিক্ত ৬ কোটি ৫০ লাখ মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন হবে। সবমিলিয়ে ৬৮ দেশের ৩০ কোটি ৯০ লাখ মানুষের সহায়তা দরকার হবে আগামী বছর।

জাতিসংঘের দেশভূক্ত জনগণের হিসেবে বিশ্বের মোট ৪ শতাংশ মানুষের সরাসরি মানবিক সহায়তা লাগবে আগামী বছর। জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক কোঅর্ডিনেটর মার্টিন গ্রিফিথস বলেন, ‘এই সংখ্যা অপ্রত্যাশিত এবং হতাশাজনক’। ‘মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দুঃখজনকভাবে বেড়েছে।

 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর