৩ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৮

বি-২১ উন্মোচন: আকাশ কাঁপাবে এই আধুনিক মার্কিন বোমারু বিমান?

অনলাইন ডেস্ক

বি-২১ উন্মোচন: আকাশ কাঁপাবে এই আধুনিক মার্কিন বোমারু বিমান?

সর্বশেষ উন্নত প্রযুক্তির বোমারু বিমান বি-২১ উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। যে বিমানটি পরমাণু বোমা বহন করতে পারবে এবং ক্রু ছাড়াই উড্ডয়ন করতে পারবে।

মার্কিন বিমান বাহিনী এই প্রযুক্তির অন্তত ১০০ বিমান কেনার পরিকল্পনা করছে। প্রত্যেক বিমানের জন্য গুনতে হবে ৭০০ মিলিয়ন ডলার, জানিয়েছে বিমান প্রস্ততকারী সংস্থা গুরুম্যানের এক মুখপাত্র।

চালক ছাড়াই চলতে সক্ষম এই বিমান শেষ পর্যন্ত চালক ছাড়া পরিচালনা করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মার্কিন বিমান বাহিনী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘গেল তিন সপ্তাহের মধ্যে বি-২১ রাইডার হতে যাচ্ছে কৌশলগত বোমারু বিমান।’

এটি দীর্ঘ যাত্রায় সক্ষম হবে বলে জানান লয়েড।

 

সূত্র: আল জাজিরা

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর