যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নেভির (আইআরজিসিএন) একটি নৌকা হরমুজ প্রণালিতে তাদের যুদ্ধজাহাজগুলোর খুব কাছে চলে এসেছিল।
মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক পানিসীমা দিয়ে নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, শ্রবণযোগ্য সতর্কতা সংকেত বাজিয়ে এবং লেজার রশ্মি ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসিএন–এর এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পেশাদার ও নিরাপদ সামুদ্রিক আচরণসংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন। এতে হিসাব–নিকাশে ভুল হওয়ার এবং সংঘর্ষ বেঁধে যাওয়ার ঝুঁকি থাকে। সূত্র: ভয়েস অব আমেরিকা
বিডিপ্রতিদিন/কবিরুল