৭ ডিসেম্বর, ২০২২ ১১:২৫

মার্কিন যুদ্ধজাহাজের ১৫০ গজের মধ্যে চলে আসে ইরানি নৌকা

অনলাইন ডেস্ক

মার্কিন যুদ্ধজাহাজের ১৫০ গজের মধ্যে    চলে আসে ইরানি নৌকা

যুক্তরাষ্ট্র বলছে ইরানের আচরণ সামুদ্রিক আচরণসংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নেভির (আইআরজিসিএন) একটি নৌকা হরমুজ প্রণালিতে তাদের যুদ্ধজাহাজগুলোর খুব কাছে চলে এসেছিল। 

মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক পানিসীমা দিয়ে নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, শ্রবণযোগ্য সতর্কতা সংকেত বাজিয়ে এবং লেজার রশ্মি ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসিএন–এর এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পেশাদার ও নিরাপদ সামুদ্রিক আচরণসংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন। এতে হিসাব–নিকাশে ভুল হওয়ার এবং সংঘর্ষ বেঁধে যাওয়ার ঝুঁকি থাকে। সূত্র: ভয়েস অব আমেরিকা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর