৭ ডিসেম্বর, ২০২২ ১১:৪৩

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন ডেস্ক

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্টের এ সফর আলাদা বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যাচ্ছেন। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা তার। দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের দোটানার মধ্যে চীনের প্রেসিডেন্টের এ সফর আলাদা বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সফরকালে দ্বিপক্ষীয় সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ সালমানের সভাপতিত্বে সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

সৌদি আরবের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সফরকালে চীন-আরব সম্মেলন এবং চীন-জিসিসি সম্মেলনে যোগ দেবেন শি জিন পিং। চীন-আরব সম্মেলনে অন্তত ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরব কূটনীতিকদের মতে, জিনপিংয়ের এই সফরকে আরব-চীন সম্পর্কের ‘মাইলস্টোন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইউক্রেনে হামলার জবাবে রাশিয়ার তেলের মূল্য বেঁধে দেওয়ার দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। সৌদিকে তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সৌদি সেটা না শুনে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এর মাধ্যমে সৌদি আরব রাশিয়ার বশ্যতা মেনে নিয়েছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর