৭ ডিসেম্বর, ২০২২ ১২:৫৪

রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে মদদ দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে মদদ দিচ্ছে না যুক্তরাষ্ট্র

নেড প্রাইস

রুশ সীমান্তে ইউক্রেনের হামলার ঘটনায় কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

সোমবার রাশিয়ার ভূখণ্ডে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন। মানুষবিহীন ড্রোন ব্যবহার করে সীমান্ত থেকে শত মাইল দূরে রুশ ভূখণ্ডের ভেতরে ওই হামলা চালানো হয়। এছাড়া মঙ্গলবার ভোরে রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী কুরস্ক শহরের বিমানবন্দর সংলগ্ন একটি তেলের গুদামে আরেকটি ড্রোন হামলা হয়।

এসব হামলা কিয়েভই ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। মস্কোর অভিযোগ, ইউক্রেনীয় বাহিনী এ হামলা চালিয়েছে।

মস্কোর অভিযোগ, হামলা বৃদ্ধি করতে পশ্চিমারাই মদদ দিচ্ছে কিয়েভকে। যদিও এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।  এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, রুশ সীমান্তে ইউক্রেনের হামলায় ঘটনায় কোনোভাবেই জড়িত নয় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা ইউক্রেনকে সীমানার বাইরে হামলা চালাতে উৎসাহিত করছি না। বিশ্ব যা করছে তা ইউক্রেনকে সহায়তা করার জন্যই করছে। আমরা যা করছি সবই ইউক্রেনের স্বাধীনতার জন্যই।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর