৭ ডিসেম্বর, ২০২২ ১৬:২৭

সরকার উৎখাতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে জার্মানিতে গ্রেফতার ২৫

অনলাইন ডেস্ক

সরকার উৎখাতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে জার্মানিতে গ্রেফতার ২৫

বিচারমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী বড় ধরনের অভিযান চলছে

জার্মানির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিল একটি কট্টরপন্থি দল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

বিবিসি আল জাজিরার খবরে বলা হয়েছে, উগ্র ডানপন্থি এবং অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে জড়িত। তারা জার্মানির সংসদ ভবনে হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন। এ সব কিছুর মূল হোতা দেশটির ৭১ বছর বয়সী হেনরিখ এইট নামের এক নাগরিক।

জার্মানির নির্বাহী কৌঁসুলি জানিয়েছেন, ১১টি রাজ্যে অভিযানে মূল অভিযুক্ত হেনরিখ এইটকেও গ্রেফতার করা হয়েছে। অভ্যুত্থান পরিকল্পনাকারীরা চরমপন্থী রেসবার্গার নামের একটি দলের সদস্য। উগ্র ও বর্ণবাদী কার্যক্রমের জন্য তাদের ওপর দীর্ঘ সময় ধরে নজর রাখছিল আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

জার্মান সংবাদমাধ্যমগুলো বলছে, আধুনিক জার্মানির সরকারকে হটিয়ে ১৮৭১ সালের আলোকে সরকার প্রতিষ্ঠা করতে চায় উগ্র ডানপন্থিরা। জার্মানির আইন ও বিচারমন্ত্রী মার্কো বুশম্যান টুইটারে জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী বড় ধরনের অভিযান চলছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর