৮ ডিসেম্বর, ২০২২ ০৪:০৩

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

অনলাইন ডেস্ক

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

রাশিয়ার হামলার মধ্যেও সাহসের সঙ্গে দেশকে নেতৃত্ব দেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে মার্কিন টাইম ম্যাগাজিন। 

জেলেনস্কিকে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়ার বিষয়ে টাইম ম্যাগাজিন জানিয়েছে, যে পদ্ধতিতে জেলেনস্কি বিশ্ব কূটনীতিকে নাড়া দিয়েছেন, তা গত কয়েক দশকে দেখা যায়নি। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে না পালিয়ে কিয়েভে থেকে তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেটাও প্রশংসা কুড়িয়ে নিয়েছে। যুদ্ধের করুণ পরিস্থিতির মধ্যেও বিশ্বকে ও নিজের দেশকে যেভাবে গোপন এলাকা থেকে রোজ বার্তা দিয়ে মনোবল তিনি ধরে রাখার চেষ্টা করেছেন তাও নজর কেড়েছে টাইম ম্যাগাজিনের।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।  

উল্লেখ্য, ২০২১ সালে সেরা ব্যক্তিত্ব হিসেবে টুইটারের কর্তা ইলন মাস্ককে স্বীকৃতি দিয়েছিল টাইম ম্যাগাজিন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর