তাইওয়ানের প্রতিরক্ষা সীমায় (ডিফেন্স জোন) ১৮টি পারমাণবিক বোমা বহনযোগ্য বিমান পাঠিয়েছে চীন। তাইপে জানিয়েছে, তাদের পণ্য আমদানির ওপর অবরোধ আরোপের কয়েকদিনের মধ্যে চীন এমন পদক্ষেপ নিল।
গণতান্ত্রিক তাইওয়ান প্রতিনিয়ত চীনের আগ্রাসনের ভয়ে থাকে। চীন ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে বলপ্রয়োগ করে হলেও তারা তাইওয়ানের নিয়ন্ত্রণ নেবে।
২০১৬ সালে সাই ইং ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেইজিং দ্বীপরাষ্ট্রটির ওপর সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধি করেছে। স্বশাসিত দ্বীপ রাষ্ট্রের এই প্রেসিডেন্ট তাদের ভূখণ্ডে চীনের খবরদারি অস্বীকার করেছেন।
প্রাত্যহিক বুলেটিনে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের দক্ষিণ পশ্চিম আকাশপ্রতিরক্ষা সীমায় ২১টি যুদ্ধবিমান প্রবেশ করে। এর মধ্যে ১৮টি পারমাণবিক বোমা বহন সক্ষম এইচ-৬ বোমারু।
এএফপির খবরে বলা হয়েছে, চীনের পক্ষ থেকে পাঁচটির বেশি এইচ-৬ যুদ্ধবিমান পাঠানোর ঘটনা বিরল। অবশ্য সাম্প্রতিক সময়ে কাহিনী নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। আজকের পূর্বে ২০২১ সালের অক্টোবরে চীন সর্বোচ্চ ১৬টি এইচ-৬ বোমারু বিমান পাঠিয়েছিল। অবশ্য গত মাসে ২১টি এবং ডিসেম্বরে ২৩টি যুদ্ধবিমান পাঠানোর উদাহরণ তৈরি করেছে বেইজিং। সূত্র: এএফপি ও ইন্ডিপেনডেন্ট
বিডিপ্রতিদিন/কবিরুল