২৩ ডিসেম্বর, ২০২২ ১৮:৩২

নববর্ষে আমিরাতের আকাশ আলোকিত করবে ৩ হাজার ড্রোন, ভাঙবে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

নববর্ষে আমিরাতের আকাশ আলোকিত করবে ৩ হাজার ড্রোন, ভাঙবে বিশ্বরেকর্ড

সংযুক্ত আরব আমিরাতে নববর্ষ উদযাপন মানে ব্যতিক্রমী কিছু

সংযুক্ত আরব আমিরাতের ‘নববর্ষ উদযাপন’ মানেই ব্যতিক্রমী কিছু। দেশটিতে প্রতিবছর ইংরেজি নববর্ষ উদযাপনে দর্শনীয় আতশবাজি, ড্রোন প্রদর্শনী এবং নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়।

আসন্ন নববর্ষ উদযাপনে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তিনটি গিনেস রেকর্ড ভাঙার উদ্যোগ নিচ্ছে।

শেখ জায়েদ নববর্ষ উদযাপনের সাংগঠনিক কমিটি ইতোমধ্যে নতুন বছর উদযাপনে ‘লোকজ এবং বিদোনমূলক’ অনুষ্ঠান হাতে নিয়েছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এবার ৩ হাজার ড্রোন (আনম্যানড এরিয়াল ভেহিকল) ব্যবহার করে দীর্ঘ ৪০ মিনিট আতশবাজি প্রদর্শনী করা হবে। ‘সংখ্যা ও বিশালতায়’ এটা তিনটি বিশ্ব রেকর্ড ভাঙবে। ড্রোনগুলো আল ওয়াথবা এবং দুবাই শহরের আকাশ আলোকিত করবে।

খবর অনুসারে, ধরন এবং প্রসারতায় এই কর্মসূচি হবে বিশ্বে প্রথম। এবারের নববর্ষে শিশুদের জন্য নাটক, সার্কাস উপভোগ এবং বিভিন্ন গেম খেলার সুযোগ থাকবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর