২৬ ডিসেম্বর, ২০২২ ১৪:৪৯

পাঁচ বছর পর দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার ড্রোন, গুলি

অনলাইন ডেস্ক

পাঁচ বছর পর দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার ড্রোন, গুলি

এর আগে ২০১৭ সালের জুনে উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছিল

উত্তর কোরিয়ার একটি ড্রোন ‘আন্তঃ কোরিয়া সীমান্ত’ অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে। ড্রোনটি তাড়াতে সতর্কতামূলক গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়া।

সোমবার দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ড্রোনের দক্ষিণ কোরিয়ার সীমান্তে অনু প্রবেশের ঘটনা ঘটল।

নিউজইজ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার ড্রোন তাড়াতে দক্ষিণ কোরিয়া ‘কেএ-১’ নামে যুদ্ধবিমান আকাশে ওড়ায়। কিন্তু সিউলের যুদ্ধবিমানটি  দুর্ঘটনায় পড়ে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, এই ঘটনার আগে শুক্রবার উত্তর কোরিয়া দুইটি শর্ট রেঞ্জের ব্যালেস্টিক মিসাইল ছোড়ে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর