২৯ ডিসেম্বর, ২০২২ ১০:৫৯

কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০

অনলাইন ডেস্ক

কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০

কম্বোডিয়ার থাই সীমান্ত ঘেঁষা এলাকায় একটি হোটেল কাম ক্যাসিনোতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পায়োপেতের ‘গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনো’তে বুধবার আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় ক্যাসিনোটির ভেতরে চারশ’র মতো মানুষ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আগুন থেকে বাঁচতে মানুষ জন ওপর তলা থেকে লাফ দিচ্ছেন।

ওই ক্যাসিনোতে থাইল্যান্ডের অনেক নাগরিকরাও ছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এখনো অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। আহত অনেককে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর