২ জানুয়ারি, ২০২৩ ১৪:৪২

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনি নিহত

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর পশ্চিমতীরের জেনিনে এই ঘটনা ঘটে। নিহতরা হলো-মোহাম্মাদ সামের হোসিয়ে (২২) এবং ফুয়াদ মুহাম্মদ আবেদ (২৫)

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অভিযানে অন্তত ৩ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার দিবাগত রাতে কুফর দান এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে। এতে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে জানালেও হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর