৫ জানুয়ারি, ২০২৩ ০৩:৩৭

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী। ফাইল ছবি

হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয়েছে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সোনিয়ার শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসেন প্রিয়াঙ্কা গান্ধী।

হাসপাতালের তরফে ডা অজয় স্বরূপ সংবাদমাধ্যমে বলেন, ‌‘ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে বুধবার আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেস্ট মেডিসিন বিভাগে ডা. অরূপ বসু ও তাঁর টিমের নজরদারিতে রয়েছেন তিনি। শ্বাসনালীতে একটি ভাইরাল ইনফেকশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন সোনিয়া।’

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার থেকে অসুস্থ বোধ করছিলেন সোনিয়া। সেই কারণেই ভারত জাগাও যাত্রা ছেড়ে মায়ের কাছে ফিরে আসেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর