৭ জানুয়ারি, ২০২৩ ১১:০৯

যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা, ট্রাম্পের হস্তক্ষেপ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা, ট্রাম্পের হস্তক্ষেপ

যুক্তরাষ্ট্রে ১৪ দফা ভোট শেষেও স্পিকার নির্বাচন করতে পারেনি প্রতিনিধি পরিষদ। এ নিয়ে প্রতিনিধি পরিষদে বিশৃঙ্খলা ও উত্ত্যপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। এখন ১৫ দফা ভোট চলছে।

প্রতিনিধি সংখ্যাগরিষ্ঠ দলের কেভিন ম্যাকার্থি স্পিকার নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু নিজ দলেরই কয়েকজন প্রতিনিধির বিরোধিতার মুখে তার স্পিকার হওয়ার বিষয়টি বার বার আটকে যাচ্ছে।

রিপাবলিকান দলের যেসব প্রার্থী কেভিনের বিরোধিতা করছেন তাদের সঙ্গে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই বিষয়টির খুব দ্রুত সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

স্পিকার নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদী কেভিন। তিনি সাংবাদিকদের বলেছেন, বাবা সবসময় বলতেন, কীভাবে তুমি শুরুটা করেছো তা গুরুত্বপূর্ণ নয়। শেষটাই গুরুত্বপূর্ণ।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান পার্টি। স্পিকার নির্বাচন করতে না পারায় পরিষদে সদস্যরা শপথ নিতে পারছেন না। কোনো বিলও পাশ করা সম্ভব হচ্ছে না।

সূত্র : সিএনএন

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর