ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে সাতজন নারী, দু’জন শিশু ও একজন পুরুষ রয়েছেন।
এদিকে, নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্য ও আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডের।
সূত্র : এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক